বেজায় ঝাপ্টানো পাখার ফড়িংতোমার ঘরে ফিরে আসা -হঠাৎ রাতে মাঝরাতে শার্শির পাশেভিক্ষুর মতো বসে থাকা বন্ধ নি:শ্বাসেজানালার ওপাশে বেহুলার বাতাসএপাশে ঘরের কোণে মানুষের হুতাশ;ফড়িং কোন কালে তুমি পাখা পেয়েছিলেউড়তে শিখেছিলেকোন বিরাতের গান কোন হৃদয়ের বিনিদ্র আহবানমানুষের বিষন্নতাআর তার নাই অবসানএকালের প্রেমিকের হৃদয়তোমার পাখার মতো ঝাপটায়একালের প্রেমিকার মনঅন্ধকারে তোমার অদৃশ্যহয়ে যাওয়ার মতোন -দৃশ্য থেকে দূরে দুরে একদিন বিলীন।কারো হৃদয় থাকেকারো হারিয়ে যাওয়া মনহৃদয় বেঁচে থাকার নামমন ফুরিয়ে যাওয়ার মতোন।________২২.৩.২৩হায়াল ওয়াজারাতদাবাব স্ট্রীট রিয়াদ।
Make sure you enter the(*)required information