অনেকটা বদলে গেছো তুমি কাছে দূরে থাকার মতো কখনো লেখা দুয়েকপত্র বলতো কতোটা বদলে গেছো তুমি? বর্ষায় ভেজালে, হাসালে কিন্তু এতোটা বানে ভাসালে কেনো- রোদ জুড়ে তোমার জানালা কতটা গোছানো আলোমাখা ছায়া আছে কোন উত্তাপ নেই; বৃষ্টি হলে শুধু দেখা যায় কোন স্পর্শ নেই; তুমিতো কাশফুল বনে দুপুরে দৌড়াতে শ্রাবণের ঝড়ে শুনতে বৃষ্টির জ্যাঁ পল সার্ত্রে ছাদের ঘরে বসে চুল ভেজাতে আকাশটা দেখার দিনের পরে কাশফুলও ঝরে ঝরে বৃষ্টির দিন শেষে বন্ধ জানালা এখন; কতটা বদলে গেছো বলতে পারো! এখন হয়তো বন্ধ ঘরে বিছানায় উপুড় হয়ে বালিশে মুখ গুজে শুয়ে আছো অঝোর কান্না যেনো কেউ না দেখুক কাশফুলও আজ না জানুক শুধু শিমুলের ফুল- কান্না জলে ভিজে ভিজে- চৈত্র ভুলে লোনা ভেজা শ্রাবণে অনেক গোপনে বালিশের বুক হয়ে ভিজে- আর কারো বুক যেনো না ভিজুক। একদিন কথায় আশায় অকারণে মিথ্যে কান্নায় চোখের উজান ভাসাতে সেসব এখন কি আর কাউকে টানে? আমি এতটা বদলে গেলাম বলেই কতটা বদলে গেছো তুমি? ঠিক কতটা আমার মতোন, বলতো? ----------------------------------- আদনান সাকিব ২৮ জ্যৈষ্ঠ ১৪২১ ঢাকা।
Make sure you enter the(*)required information