ইংরেজীতে "রিসার্চ" আর বাংলাতে শব্দটি "গবেষণা" এটিকে বৈজ্ঞানিক অনুসন্ধান কৌশলের শিল্প বা আর্ট হিসেবে বিবেচনা করা হয়। একটি চারা গাছের বৃদ্ধিতে যেমন পরিচর্যা ও সার পানি আলো নিয়মিত প্রয়োজন,তেমনি মহান আল্লাহ প্রদত্ত এই পৃথিবীর অনেক বিষয় জানা এবং নতুন কিছু আবিষ্কার করার জন্য গবেষণা করতে হবে। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাই আমাদের মস্তিষ্ক সচল রাখার জন্য অবশ্যই গবেষণা করতে হবে।চুনতি গ্রাম এবং চুনতি ইউনিয়ন কে নিয়ে আমার ভাবনার শেষ নেই। চুনতি গ্রামের সঠিক ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে এবং আগামি প্রজন্মের জন্য একটা সত্যিকারের প্লাটফর্ম তৈরিতে সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে।স্রোত বিহীন নদী যেমন থমকে যায়, প্রবাহমান হয়না একদিন মরা নদীতে রুপ নেয়।তেমনি সঠিক গবেষনা ও সংরক্ষণ ব্যতীত যে কোন এলাকার ইতিহাস ঐতিহ্য হারিয়ে যেতে পারে কিংবা সেই এলাকার ইতিহাস হবে অসত্যে অপরিপূর্ণ তথ্য ভরা ভুল ইতিহাস।আসুন সবাই একত্রে যার যার অবস্থান থেকে কাজ করি চুনতি গ্রামের সঠিক ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতি, লোক-সাহিত্যা, ধর্মীয় চেতনা, পরিবেশ ইত্যাদি নিয়ে গবেষনা,সংগ্রহ, সংরক্ষণ-প্রচার ও প্রকাশনাসহ চুনতির আগামি প্রজন্মের সৃজনশীলতার উন্মেষ ও বিকাশের উদ্যেগ গ্রহন করি। এ উদ্যেগে নিজে সামিল হই এবং অন্যকে অংশগ্রহনের অনুরোধ জানায়।আমি আছি আপনি থাকবেনতো?আসুন ইতিবাচক হই।
Make sure you enter the(*)required information