শুধু ফুল দিলে কি হয়গো দেয়া?একটা আকাশ, চিত্রা নদী, বাগান বিলাস, হাসনুহেনা, একটা হৃদয় নিরবধি, হৃদয়পুরের লেনাদেনা, কেউ পাবেনা , সব তোমারি....দুহাত ভরে নাওগো নিয়ে,যতই নেওয়ার,স্পর্স্বে থাকুক জীবন দুটি,তোমার আমার ...
Make sure you enter the(*)required information