বেসামাল
#######দেশ এখন যাচ্ছে নাকিউন্নত বিশ্বের কাতারেসেকথাটির যথার্থতামিলছে এখন বাজারে -একশ' বিশের গরুর মাংসহাজার টাকা চায়ব্রয়লারো পাল্লাদিয়েতিনশ' এ প্রায় -মাছের বাজার আকাশছোঁয়াআড়াই হাজারে ইলিশকেচকী গুড়া চারশ' টাকায়কারকাছে দেই নালিশ -পাঁচশ' টাকা ধানের আড়িআশি টাকা চালউন্নয়নের ধারার মাঝেজীবন হল বেহাল -চল্লিশ টাকা আলুর কেজিসেই চল্লিশে লবণকিখেয়ে যে কাটবে শেষেসাধারণের জীবন -সয়াবিন তেল দুশ' টাকাএখন চলে লিটারডিমের হালি পঞ্চাশ টাকাউন্নয়নের মিটার -চিনির কেজি দেড়শ' টাকাকে রাখে তার খবরগরমে প্রাণ ওষ্ঠাগতলোডশেডিং-এ প্রখর -সারাদিনের রোজগারেতেঅর্ধবেলার আহারবাকী ক্ষুধা মেটাই দেখেউন্নয়নের বাহার -কেউ আছে মহাসুখেকেউ পাকাচ্ছে তালসিণ্ডিকেটের কারসাজিতেবাজার বেসামাল --------------------------হাবিব খানরচনাকালঃ ৮/৫/২০২৩ ইংরেজী
Make sure you enter the(*)required information