কে বলে মুক্ত মোরা কে বলে স্বাধীন।কোন না কোন ভাবে বন্দী আছি সবে,তথাপি বড়াই করি নই পরাধীন,বাস্তব কতটুকু দেখেছো কি ভেবে?১থাকি নিদ্রায় অথবা জাগ্রত,করনীয় কাজে রত অথবা বিরত,ভাবি মনে মনে, কত স্বনির্ভর।আসলে কি মুক্ত কেহ ‘কল্পনার-মূলা’ ধরা থেকে?ঘুমেতে বন্দী থাকি স্বপ্নের ঘোরে,যে স্বপনে নেই কোন ‘হাত’,নিয়ে যায় দূর-বহুদূর, লাগেনা তো কোন যাতায়ত,জেগে উঠে বাস্তবে ফিরেবন্দী হতে বাধ্য হই ‘অতৃপ্তির’ মহা কারাগারে।২পৃথিবীর প্রতিটি প্রাণীকে মুক্তি দিতে প্রতিদিন ক্ষুধাবন্দী থেকেপরোক্ষে যার চালু প্রক্রীয়া,‘শোকরিয়া-জালে’ তার বন্দী হতে রই অবহেলে,তিনিও তো ডুবে-বন্দী সৃষ্টিকে করুনার-অথৈয়-সাগরে।মা-বাবার স্নেহে-বন্দী, গুরুর শাসনে-বন্দী, সংসারে ঝামেলা-বন্দী,বাকী থাকে আর কী জীবন!সন্তান সোহাগে-বন্দী, আশাতীত আশা-বন্দী, স্বার্থজালে মহাবন্দী,ত্রাতাকে স্মরিব কথব !৩গর্ব করি ‘গনতন্ত্র’, ‘স্বাধীনতা’, ‘সার্বভৌম রাষ্ট্রীয়-জীবন’।ভেবেছো কি কদাচিৎ দিব্য দৃষ্টি দিয়ে?‘এরা’ শুধু বন্দী নয়, মহা-প্রতিবন্দী।ক্ষমতার ষড়যন্ত্রে-বন্দী, ‘দাদার’ সন্তুষ্টি-বন্দী,‘আসন’ ভাগের চুক্তিবন্দী, গৃহপালিত দলে-বন্দী,পূর্বরাতে ‘ব্যালট-বন্দী’, ‘হ্যাঁ’ জয়যুক্ত-বন্দী,‘কর্ডনে’ নেতা-বন্দী, জনগন বাক্-বন্দী,খরা-কালে ‘নদী-বন্দী’, সারাদেশ ‘ফেলানী-বন্দী’,‘রাষ্ট্রধর্ম’ ইসলাম-বন্দী, আর কত ‘বন্দী’ চাও হতে !তাবৎ ‘বন্দীত্ব’ থেকে মুক্তি পেতে যুগেযুগে গেলো কত প্রাণ !কত হব ‘ঋনে-বন্দী’ উৎসর্গীতের রক্তে করে স্লান ?৪মজলুমের গণ-আন্দোলনে,মহামারী ‘করোনা’ মোক্ষম অজুহাত ‘টানা লক-ডাউন’।যে পুলিশকে বলা হয় বন্ধু মানুষের,তাদের ‘কপাল’ ফেরে ‘গণ-টর্চারে’,বিপক্ষ-জনতা যেন দাঁড়াতে না পারে।প্রতিবাদে-প্রতিঘাত, দায়সারা ‘গুম’আহাজারী, হাহাকার কেড়ে নেয় স্বজনের ঘুম।অলসতা, বিলাসিতা, জৌলুম-লালসা, ‘নীতিহীন-নীতি’,বেকার-বন্দী, দামে বন্দী, শিক্ষা-বন্দী, বড় বন্দী ‘ভীতি’।এত কিছুতেই বন্দী, সেরাবন্দী ‘বন্দীত্বকে’ বন্দী-না-ভাবায়,এমন ‘সখের-দেশ’ পৃথিবীতে ক’টা পাওয়া যায়?বন্দীতো অনেক হলে, ‘খাটা-বন্দী’ তবু বাকী আছে,হয়েছে কি ‘প্রেমে-বন্দী’ মানবতা-বিবেকের কাছে ??চুনতি চট্টগ্রাম ০৭/০৭/২০২১
Make sure you enter the(*)required information