পাহাড়ী ঝিরির ঝিরিঝিরি জলে
শীতল পরশে বাড়ন্ত গুল্মলতা
বন্যশুয়োর গজপাল দেখে
বানরের সতর্কতায়
হরিণের চঞ্চলতা
কখনোবা বনমোরগের ডাক
শিয়ালের হাঁক
ঝিঁঝিঁ ডাকা শূন্যতা
কিছু জনপদ দু'চারটি বাড়ী
সুনসান নিরবতা--
ঘুঘুডাকা দুপুরে
রাখালের মোচার সুভাষ
উতলা মনে অকুল প্রয়াস
যেখানে সূর্য্য আসে পাহাড় ঠেলে
ক্লান্তিভরে ঢলেপড়ে পাহাড়ের ওপারে
সর্পিল মেঠোপথ কখনো বিলীন
গাঢ় সবুজের অনুচ্চ টিলায়
সে স্মৃতি নিত্য
অনুরণন তোলে হিয়ায়
চট্টলার দক্ষিণের প্রান্তিক গ্রাম আমার
চুনতী---
--------------------
হাবিব খান
রচনাকালঃ ১৩/২/২০২০ ইংরেজী
এই কবিতার মাঝে আমি আমার প্রিয় গ্রাম চুনতিকে কল্পনা করতে পারি। এ যে আমার সেই পাহাড়ি মায়াহরিণী চুনতি গ্রামের প্রতিচ্ছবি! ধন্যবাদ প্রিয় কবি।
Make sure you enter the(*)required information