বৃষ্টিভেজা এক বর্ষার রজনীতে নিস্তব্ধ মহানগরী
একদিকে বন্যায় প্লাবিত চট্টলার দক্ষিণাত্বে হাহাকার জনতা
ধুঁকেধুঁকে কাঁদছে ঘরছাড়া বন্যার্ত অসহায় মানুষ
কেউ কেউ ত্রাণকর্তার মহান কর্মযজ্ঞে নিমগ্ন
দিনশেষে সন্ধ্যা নেমে কালো মেঘে আকাশ ঢেকে গেল
আকাশে বাতাসে কিসের যেন হাওয়া বয়ে গেল
জনমনে কি যেন জানাজানি হয়ে গেল
কি জানি কি হল কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি
এরইমধ্যে হঠাৎ চতুর্দিক থেকে ভেসে এলো শোকবার্তা
হাহাকার শহর নগর বন্দর গাঁও-গ্রামের মানুষ
কি যেন হারিয়ে ফেলল বাংলার মানুষ
এই মায়াঝরা কান্নার ধ্বনি শুনেছি, দেখেছি
হাসতে হাসতেই কিভাবে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে
একটা মানুষের চোখে মুখে ক্লান্তি ছিল না
ছিল চিরসবুজের ন্যায় প্রাণবন্ত এক হাসির রেখা
এ যেন স্বর্গীয় সুবাসে হাসতে হাসতে মৃত্যুর দেখা
অতঃপর তিনি কিংবদন্তির ন্যায় রেখে গেলেন স্মরণীয় কথামালা
মানুষের বুকে একটুকরো জায়গা রয়ে যাবে নাম তাঁর অমর
প্রার্থনার খাতায় যদি তাঁর নাম লিখে রাখে অগণিত জনতা
খোদার নির্দেশে মেঘপুঞ্জ সরে যাবে চারদিকে ছড়াবে আলো
*কবিতাটি ২০২৩ এর বন্যার্তদের সহযোগিতায় মাওলানা আহমদুল্লাহ সাহেবকে উদ্দেশ্য করে লেখা*
Make sure you enter the(*)required information