জগৎ সংসারে হেরেছে অনেকেই
তল্পিতল্পা গুটিয়ে নিরবতায় মত্ত থেকে
সংক্ষিপ্ত পরিসরে নির্জনতারে সঙ্গী করেছে।
কেউ কেউ হাসাহাসি আর ঠাট্টা করে
এরা মিথ্যে ঘোরে থাকে
তাই এদের কি-ই বা কাজ!
যারা হেরেছে তারা আসলে হেরে যায়নি
তারা একদিন হাসবে, জীবনকে উপভোগ্য করবে।
শুধু সময়ের অপেক্ষায় থাকে তারা
আপন মহিমায় জ্বলে উঠার অপেক্ষায়।
সঙ্গ ত্যাগ করা এরা শুধু সন্ন্যাসী নয়
তারা অবহেলায় নিজেকে হারিয়ে ফেলে
লক্ষ কোটি জনতার ভিড়ে নিরব থাকে।
একদিন তারাও হাসবে
কড়া নাড়ছে তাদের মনের দুয়ারে
জোনাকির মিটিমিটি আলোর ন্যায়
অদূরে হাসির মিছিল হাতছানি দিচ্ছে।
Make sure you enter the(*)required information