যত অনিয়ম দুঃখ বঞ্চনা
সব ফেলে তোমরা ঘুমাও
অনাবিল শান্তিতে ---
যারা কেড়েনিয়েছে অধিকার
নিতে শ্বাস
তারাই টানুক নিশ্বাস
দূষণভরা বাতাসে
যা তারাই করেছে দূষিত
অবৈধ দখলের লোভে
গোলা বোমা বিষাক্ত ফসফরাসে --
যাদের সমাপ্তি ছিল
ঈসার আগমনে
ঈসায়ীদের হাত ধরে
তারাই নেমেছে মুসলিম নিধনে --
ঘুমাও পরম নিশ্চিন্তে
যেখানে নেই কোন হানাহানি
কিংবা উদ্বেগ উৎকণ্ঠা
তোমাদের অপেক্ষায়
স্বয়ং রসুলুল্লাহ (সঃ)
যেখানে থাকবেনা কোন গতি
পরম দয়ালুর কাছে
তাঁর মিনতি শুধু উম্মতি উম্মতি --
(সম্প্রতি গাজায় ইসরাইলি হামলা ও নির্মম হত্যাযজ্ঞ নিয়ে লেখা)
-------
হাবিব খান
রচনাকালঃ ২১/১০/২০২৩ ইংরেজী
Make sure you enter the(*)required information