ট্রেন চলছে, ট্রেন চলছে
সমুদ্র নগরীর দেশে
ঝকঝকা ঝক ট্রেন চলছে
অনেক বছর শেষে
কালুরঘাটের ব্রিজ পেরিয়ে
ছুটলো নতুন ট্রেন
ছুটলো শিশু তার পেছনে
স্বপ্নে বোনা ট্রেন
ব্রিজ পেরোতেই সবুজ মাঠে
দেখলো গরুর পাল
হুইসেল বাজিয়ে ট্রেন চলছে
ছাড়লো কৃষক হাল
একটু দূরে পড়ল বন
দেখলো হাতি ট্রেন
ট্রেনের পিছু ছুটলো সবাই
আসল বলে ট্রেন
হংস পায়রা ছাগল ছানা
হাসল দেখে ট্রেন
পূর্ণ হল স্বপ্ন সবার
দেখল বলে ট্রেন
ঝক ঝকাঝক ট্রেন চলছে
ট্রেন চলছে ট্রেন চলছে
পুলের ধারে সবুজ বিলে
বকের সারি বসে
একটা ট্রেন ঝক ঝকাঝক
বাজনা বাজায় পাশে।
//০৬.১০.২০২৩//চট্টগ্রাম
Make sure you enter the(*)required information