চুনতী ডটকম ম্যারাথনের প্রথম প্রোগ্রামে সার্বিক আলোচনার এক পর্যায়ে গ্রামীণ জনপদে সাধারণ মানুষের ম্যারাথন গ্রহনযোগ্যতা নিয়ে অনেকে সন্দেহ -সংশয় প্রকাশ করেছিলেন।যেহেতু গ্রাম পর্যায়ে এ ইভেন্ট স্বাভাবিকভাবে খুব কম হয়ে থাকে।চুনতী ডট কমের এডমিন জনাব ইন্জিনিয়ার কাজী লতিফুল ইসলাম ভাই সিংগাপুর অনুষ্ঠিত ম্যারাথনের বিভিন্ন দিক পর্যালোচনা পূর্বক ইভেন্ট টি সুন্দর ও সুচারুভাবে করতে উপস্থিত সিনিয়র-জুনিয়রদের উদ্বুদ্ধ করে উৎসাহ ও আশাব্যন্জক দিকনির্দেশনা প্রদান করেন। উনাদের উত্তম,সুন্দর ও গঠনমূলক প্রোগ্রমের মাধ্যমে চুনতীতে প্রথম বার অনুষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় বার আরো সুন্দর প্ল্যান ভিত্তিক অত্যন্ত জৌলুশ, আড়ম্বরপূর্ণ ভাবে চুনতী ডটকম ম্যারাথন অনুষ্ঠিত হয়।এ প্রোগাম টি চুনতীর তরুণদের মাঝে সৃষ্টি করে আশাজাগানিয়া এক পরিবেশের। এবার দেশের বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত ম্যারাথনের প্রথম স্তরের প্রতিযোগীরা চুনতী ডটকম ম্যারাথনে অংশগ্রহণ করেন।চুনতী'র তরুণ, মাঝ বয়সী বা ষাটোর্ধ অনেকে আড়ম্বরপূর্ণ এ প্রোগ্রামে অংশগ্রহণ করে স্বাস্থ্য-সচেতনতার পাশাপাশি খুব কাছে থেকে প্রফেশনালদের এ্যক্সপেরিয়েন্স নিজে এ্যপ্লাই করতে শিখেছেন অনেকে। । বিশেষত চুনতীর ক্রাড়ামুখী একটি টিম।যাদের হাত ধরে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট' বিজয় গাথা বিভিন্ন অর্জন ইতোমধ্যে দশ্যমান।রানার্স গ্রুপটি বিগত তিন -চার মাস ধরে প্রায় প্রতিদিন ইসহাক মিয়া সড়কে দৌড়ের পাশাপাশি বিভিন্ন স্হানের ম্যারাথন প্রোগ্রামে অংশগ্রহণ করে নিজেদের প্রস্তত করছে।দলগত ভাবে চুনতীর এ ভবিষ্যৎ প্রজন্মের যাত্রা ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগীতায়।আশাকরি এ যাত্রায় আরে বেশি অভিজ্ঞতা যুক্ত হবে তাদের সম্মুখ পথ চলায়।জনাব কাজী শরিফুল ইসলাম,আনওয়ার উল্লাহ (সুজাত),মিসবাহুল ইসলাম (ধ্বনি), রবিউল হোসাইন (আশিক), আবদুল হালিম ভাই সহ বেশ কয়েকজন এই গ্রুপটি কে পরামর্শ, সহযোগিতা, দিকনির্দেশনা সর্বোপরি সার্বিক সাপোর্ট দিয়ে যাচ্ছেন।আশাকরি আমাদের স্নেহাস্পদ ছোট ভাইয়েরা আগামীতে শিক্ষা ও ক্রীড়ামুখি প্রতিযোগিতায় নতুন অধ্যায় রচনা করবে।একটি শিক্ষা বান্ধব, সুস্থ, সুন্দর আদর্শিক চুনতী এই প্রজন্মের হাত ধরেই গড়ে উঠবে ইন শা আল্লাহ।
Make sure you enter the(*)required information