আনপরা বাবাজী মদন ঠাকুরের তাবিজরমজানের বরকত(এক) রমজানে-পাক মাসটি হল ‘শাহরুল বরকত’,বরকত নিতে ব্যবসায়ীদের কত যে কশরত।হুজুর বলেন, ‘খরচ কর, এই মাসেতে হবেনা হিসাব,এক নেকীতে দশটা নেকী রমজানের লাভ।‘ বনিক ভাবে, ‘দাম যদিগো না বাড়ালাম, নেকী তো বাড়বে না।কিয়ামতে এই পাপেতে ব্যবসায়ী ছাড়বে না।‘রমজানে তাই বরকত নিতে হার-চীজের দাম বাড়ে,মুচিবতের বরকত চাপে মুক-জনতার ঘাড়ে।(দুই)রমজান মাসে বন্ধ থাকে দ্বীনি প্রতিষ্ঠান,যাকাত লাগি সফর করেন কাবিল হুজুরান।‘কেমনে দেব হুজুর-ফেরত’ গদ গদ মন,সেখান থেকে চল্লিশ পার্সেন্ট হুজুর-কমিশন।হুজুরেরা বরকত পায় প্রতিষ্ঠানের বলে,মাহারুমের বরকতে ভরে হকদারের থলে।-দীন মুহম্মদ মানিক১৯/৩/২০২৪
Make sure you enter the(*)required information