কেমন আছো ?
প্রথম প্রশ্ন প্রথম পরিচয়ে
হেমন্ত চন্দ্রিকায়
সুধানিস্যন্দী নয়নে দাঁডিয়ে আঙ্গিনায়
স্বপ্নময়তায় সেই ক্ষণ
তারপর আরও ভাবনার অলস দিন
শীত বসন্ত গৃষ্ম শরৎ
তেমনি বর্ষা হেমন্তে কত সংবত
চঞ্চল চপল কৈশোরপারে
শেষ যৌবন
প্রৌঢ়ত্বের ইতি প্রায়
গেল কত ক্ষণ
শরীর চলেনা বার্ধক্যের টানে
তথাপিও মন ওডে দ্বিগুণ
এখনো পারিনি বুঝিতে সঠিক
আছি কেমন ?
--------------------
হাবিব খান
রচনাকালঃ ২৬/৮/১৯৮৯ ইংরেজী
Make sure you enter the(*)required information