হাজারো জনের কাছে ধর্ণা কিছু সংখ্যার
বিফল বলা যায়না
একদিন মিললও তা
হয়তো চল্লিশ বছর
এখনো সেদিনের মত
বল তো ছিলে কেমন ?
এ ক'দিন পর
কল্পলোকে অবগাহনে
সুন্দর যাকিছু মম আর্শিতে
সাজিয়ে দিতাম
লয়ে কিছুতার
তাতেও কি ভরে এ মন
তৃষিত হৃদয় শূণ্য হাহাকার
নাজানি কত সোহাগে আবেগে
ছিলে এতদিন
ভাবনায় বারংবার___
উত্তরিলে আমি ভালো আছি
খুব ভাল~ তুমি কেমন ?
নিশিদিন কাটে
শত ভাবনার জালে
আজো অফুরন্ত
টলমল নেত্রজল
দু'চার পংক্তিতে আজ
বুঝাব কেমনে
হাজারো দিনের অফুরন্ত ভাবনা
জানি তোমার হৃদয়েও নিরবধি
রত একই জল্পনা
পরম আদর ভরে
হৃদয় নিংডানো সোহাগ কল্পনা
নেওয়ার যাকিছু
রয়েছে অবশিষ্ট
একান্ত ভাবনা_____
---------------------
হাবিব খান
রচনাকালঃ ১৯/৮/২০১৫ ইংরেজী
Make sure you enter the(*)required information