------রঙতুলির মত
মিশিয়ে আপন মাধুরী
কত স্বপ্নে কল্পনায় এঁকেছি তাহারে~~
প্রতিচ্ছবি বারবার।
বলেছিনু তারে ~~
একবার দাওনাগো সেই নির্মলতা
নিশুতি রাতের অন্ধকারে
কখনোবা শিশিরঝরা প্রাতে
আবার কখনো জোৎস্নাস্নাত রাতে
নিষ্পলক দৃষ্টি
অব্যক্ত ভাষা
ক্ষণিকের অস্থিরতা
সেই সুর ~ সেই গান
""""""""""""""""""""""""""""
আবারও শুনিতে চাই
ওগো সুরঙ্গনা
নিথর সুরের রামধনুর মত
আমার সমস্ত সত্ত্বার কবিতা ~~।
--------------------
হাবিব খান
রচনাকালঃ ২০/১১/১৯৮২ ইংরেজী
Make sure you enter the(*)required information