কিঞ্চিৎ প্রবাহিত রক্ত
রিং বসানো ফরাক্কায়
ব্লক আবার তিস্তা গজালডেঙ্গায়
অনিয়মিত রক্ত প্রবাহে
এক বঙ্গে যৌবন টৈটম্বুর
অন্য অংশে শুকনো বালুচর
সাতচল্লিশে বঙ্গ ভঙ্গ
একাত্তরে কাছে আসা
নিরাশার দোলায়
তথাপিও ভাসে
সুসম্পর্কের দুরাশা~~
-------------------
হাবিব খান
রচনাকালঃ ২৯/৫/২০১৭ ইংরেজী
Make sure you enter the(*)required information