স্বপ্নিল কৈশোর দিন
পিছুফেলা______
ধানক্ষেত আর মেঠোপথ বনধার
কিংবা গোধূলী সন্ধ্যায়
ঝিলিমিলি দিঘীজল
দেখেছি হেসেছি কত অবিরত
কিন্তু আজ ?
নিঃসঙ্গতায় পুনঃপুনঃ
স্মৃতিচারণে অতীত
অস্থিত্ব নয়
উপলব্ধি সমস্ত সত্ত্বায়
ভাবের কোমলতায়
গভীর অন্বেষায়
আকাঙ্খার স্খলিত বন্যায়
স্মৃতির অন্তরালে কালের বিবর্তনে
অবশেষে
একান্তসাথী একাকী জীবনে
রঙিন স্বপ্নে আঁকা
একটি কবিতা ~~~
----------------------
হাবিব খান
রচনাকালঃ ২/৭/১৯৮৫ ইংরেজী
Make sure you enter the(*)required information