একটি ছবি ও কিছু কথা###############
তেতই এত হরঅ ক্যা অভাইমরিচ ক্যা এত ঝাল?দু'আ চাইরগোআ মানুষ ছাড়াবাকী সব চাণ্ডাল - - - -প্রখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাসের গাওয়া অত্যন্ত জনপ্রিয় গজল " চাঁদে য্যাসে রঙ্গহে তেরি " এর প্যারোডি গানের রচয়িতা শ্রদ্ধেয় মরহুম আজিজ আহমদ আনু নানা (ছবিতে শোফায় বসা মাঝখানে)। তিনি চুনতির শাহ হাফেজ আহমদ (শাহ সাহেব) এর শালাদের মাঝে তৃতীয়। অত্যন্ত রসিক আনু নানা ছিলেন একজন স্কুল শিক্ষক। তাঁর ছেলে শবাব বিশিষ্ট দানবীর, একজন প্রতিষ্ঠিত কন্ট্রাক্টর ও ডেভেলপার যার সিংহভাগ অর্থায়নে চুনতি জামে মসজিদ পুনঃ নির্মাণের কাজ চলমান।শাহ সাহেব হুজুরের শ্যালকদের মাঝে ১ম ছিলেন মরহুম শফিক আহমদ। তিনি চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন।২য় ছিলেন মরহুম আমির আহমদতিনি জীবনের বেশীরভাগ সময় চকরিয়ার ইলিশিয়াতে কাটান।৪র্থ জনাব দীন মুহাম্মদ মানিক চুনতি সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন, বর্তমানে নিজ বাড়ীতে অবসর কাটাচ্ছেন লেখালেখি ও সামাজিক কাজকরে। তিনি একজন উঁচুদরের শিল্পী ও কবি। আল্লাহ তাঁকে সুস্থতায় রাখুক।৫ম ছিলেন মাহমদুল হাছান মুক্তা (ছবিতে নীচে বসা)। তিনিও খুবই রসিকজন ও সঙ্গীতপ্রেমী ছিলেন, বড়ছোট সবার প্রতি ছিল অসাধারণ দরদ। মাননীয় প্রধানমন্ত্রীর এমএস জেনারেল আবেদীন সাহেব ছিলেন তাঁর ভায়রা।ছবিতে বাম হতে প্রথমজন মরহুম মোহাম্মদ হাছান মদনু। তিনি শাহ সাহেব হুজুরের একমাত্র ছেলে মরহুম জামাল আহমদ এর সম্বন্ধী। প্রথম জীবনে ব্যাংকার ও পরবর্তীতে সফল ব্যবসায়ী। তাঁর বড়ভাই মরহুম আহমদ সাইদও ছিলেন সফল ব্যবসায়ী। দু'জনই ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান ও চুনতি সীরত (সঃ) এর একনিষ্ঠ কর্মী। সীরত (সঃ) এর আজকের অবস্থান ও অঞ্চলভিত্তিক বিভিন্ন উপকমিটি গঠন ছিল তাঁদের চিন্তাপ্রসুত।ছবিতে ডান পাশের জন মরহুম আমিনুল ইসলাম কাওয়াল যিনি শাহ সাহেব হুজুরের নতীন জামাই। তাঁর পিতা ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আবু কাওয়াল যিনি আরেক কিংবদন্তী পেয়ারু কাওয়ালের সমসাময়িক।ছবিতে কোণায় বসা অল্পবয়সী ভাতিজাটি একমাত্র জীবিত জন প্রখ্যাত শায়ের নুরুল কিবরিয়া সাকিব যার শায়েরি নাম দিলকশ চাটগামী। সম্প্রতি উপমহাদেশে জনপ্রিয় নাতে রসুল (সঃ) " হামনে আঁখোছে দেখা নেহি হ্যায় মাগার "এর রচয়িতা। তাঁর পিতা মরহুম এরশাদুল হক ছিলেন শাহ সাহেব হুজুরের একনিষ্ঠ খাদেম। ছবিটি তার মোবাইলে ধারণকরা। আল্লাহ তাকে নেকহয়াৎ দানকরুক। বাকী যারা সবাই আল্লাহর সান্নিধ্যে চলেগেছেন, মহান আল্লাহ তাঁদের সকলকে জান্নাতের মেহমান হিসাবে কবুলকরুক।
Make sure you enter the(*)required information