সেই দিন সেই বেলা############শেষ প্রজন্ম আমরা দেখা অবধিযারা কাদামাটিতে করেছি লুটোপুটি -শিশুকালে রাতেকুপি বাতির আগুনেপতঙ্গ পোড়ার গন্ধ শুঁকেছি -স্যাঁতসেঁতে উঠানেসন্ধ্যারাতে জোনাকি ধরেএকেএকে কত মুঠো ভরেছি -হারিকেনের আলোয় পড়িতাম রাতেমক্তবে নিত্য ঘুম জড়ানো প্রাতেআচম্বিত হুজুরের গর্জনঘুম যেত ছুটেচিল্লায়ে পড়িতাম তখন -কড়া শাসন ছিল পাঠশালায়ছিল পাঠদান আর আদায়লালচক্ষু বেত হাতে রুদ্রমূর্তির স্যারকালের পরিক্রমায়তারা এখন বেত ছাড়া টিচার -বিকেলে খেলিতাম কখনো বিলেগোল্লাছুট ডাঙ্গুলি দাড়িয়াবান্ধা গাছে গাছে দুধ খেলাকখনো ডুডু এক্কাদোক্কাঘরে ছিল লুকোচুরির মেলা -ছিলনা মুঠোফোনকিংবা দূরদর্শনতথাপিও কখনো শুনিতাম শিলং -বারশ' দেখিতাম বাক্সের মাঝেআহারে দেখ বাহারে দেখ গানেদৌড়ে যেতাম হুমড়ি খেতামঝুনঝুনির টানে -হাতধরে হাতে গোলকরে সবেকি জানি কি খেলা খেলিতামএখনো ঝাপসা মনেপড়ে -মাছ ধরিতাম ক্ষেপাজালেকখনো সেচ দিয়ে ডোবা আর খালে -উঠোনে চাটাই পেতেকিসসা শুনিতামরাত গভীর হত গভীর হতেগল্পের পিঠে গল্প ফুরাতোনা তবুতারপর কি? রেশ রয়ে যেত -কখনো গরুর পাল নিয়েরাখালের সাথেযাইতাম অনতিদূরের পাহাড়েপিঠে নিয়ে মোচার পোটলাগরু চরিত গহীন পাহাড়ে আরনীচে হৈ হুল্লোড় রাখালিয়া জটলা -সন্ধ্যা ঘনালে ক্লান্তিভরেঘরে ফেরার পালা -এখনো ভাবিকোথায় গেলসেইদিন সেই বেলা -------------------হাবিব খানরচনাকালঃ ১০/০৬/২০২৪ ইংরে
Make sure you enter the(*)required information