নাভিশ্বাস######গরু-ছাগলে দেশ ভরেছেশুনতে লাগে বেশদু'এক কেজি কিনতে গেলেমাসের কামাই তাতেই শেষ -
কেমনকরে কাটছেযে দিনকার খবর কে রাখি?উৎপাদনে রেকর্ড শুনিবিদ্যুৎ বিহীন থাকি -
ভোজ্যতেলে তেলেসমাতিদেখছে জনগণবেঁধে দেওয়া দামের মাঝেকোথায় পাই এখন?চাউলের বাজার ঊর্ধ্বমুখীলবণ চিনি কোনমুখী?বাজারেতে ঘুরতে ঘুরতেনা কিনে হই ঘরমুখী -
বছরান্তে আসে বাজেটপাঁচ বছরে গ্যাজেটদিন বদলে এমনি করেভরে কারো পকেট -
এমনভাবে কাটছেযে দিনবাড়ছে শুধু হাহুতাশআম জনতা দিশেহারাদিন কাটাতে নাভিশ্বাস --------------------হাবিব খানরচনাকালঃ ৩০-০৪-২০২৪ ইংরেজী।
Make sure you enter the(*)required information