'চুনতি' বাংলা শব্দ নয়। উর্দূতে এর অর্থ 'প্রশংসনীয়' এবং হিন্দিতে অর্থ দাড়াঁয় 'চ্যালেঞ্জ'।এক প্রাচীন বর্ণনা মতে চুনতি শব্দটি ফার্সী 'চুনিদা' থেকে বিবর্তিত হয়েও আসতে পারে, যার অর্থ হলো 'পছন্দকৃত'। উৎপত্তিগত দিক বিচারে 'চুনতি' স্বর্গীয় সুষমায় অবগাহিত অপরূপ প্রাকৃতিক শোভামন্ডিত বলে অবশ্যই সকল স্তরের জনগণের কাছে এ জনপদ একটি পছন্দনীয় স্থান এবং চুনতির অধিবাসীগণ নিজেদের জীবিকা নির্বাহ ও ভাগ্যোন্নয়ের পাশাপাশি 'শিক্ষা বিস্তার' ও 'স্বকীয় ঐতিহ্য সংরক্ষণ ও প্রতিপালনে' বংশ পরম্পরায় 'চ্যালেঞ্জ' গ্রহণ করেন অবলিলায়।চুনতি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটা নাম শুধু নয়। শত শত বছরের ঐতিহ্যের ধারক ও বাহক আধুনিক শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র ।আধ্যাত্মিক ধর্মীয় ঐতিহ্যে মহিমান্বিত।পীর আউলিয়ার পূণ্য ভূমি।নান্দনিক অপরুপ প্রাকৃতিক সমৃদ্ধ চুনতি সবার মনে দোলা দেয়। চট্টগ্রাম কক্সবাজার সড়ক এর দুপাশেই চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য। হাতীর প্রজননস্থল ও শত বছরের মা গর্জন গাছের মায়াবী ছায়ায় ছোট ছোট পাহাড় আর টিলার পাদদেশে।চুনতি গ্রাম চট্টগ্রাম জেলার শেষ সীমানায়,চুনতি ইউনিয়ন, লোহাগাড়া উপজেলায়।
Make sure you enter the(*)required information