এখানে প্রণয়ের সাথে কিছু দোদুল্যমান হতাশাঘোরের ভেতর একটা দিনের সাথে একটা রাতপিঠাপিঠি বসে ডানা ঝাপটানোযেমনটি বুনোহংস তার বিপরীতে দেখেসভ্যতার পালিত হংসীপরি- দুজনেসময়ের দুইপাশে মুখ করেদুপুরের ঘন রোদে বসে আছে,তাজা বড় দূর্বাঘাসের আড়ালে-বৈকালী হ্রদের পাড়ে, কিছুটা আগেআকাশী জলের তোড়ে স্রোত কেটে সাঁতারস্নান আর জলে মুখখানা ডুবিয়েনিজেকে লুকিয়ে রাখার আনন্দ- সবই ছিল;শুধু জলকেলি পেলোনা স্বরণীর জলটা-নাহয় সময়টা - অথবা পারস্পরিক জীবনটা।এই বিশাল শহরে খুঁজে ফিরে কাউকেআরেকবার দেখতে পেতে বড় কষ্ট হয়,এখনও হলোনা ...কোন কোন মানুষের ঘটনায়কখনো নাহয়ে থেকে যায়।তাদের ভেতর কথা হয় মনে মনেঅদেখার সাক্ষাত হয় ক্ষণে ক্ষণেআপন মানুষের কথন কাব্যেএকটা গোপন ঘর;একটা বড় স্বরণী সরোবর।আদনান সাকিব২০ বৈশাখ ১৪২২,ঢাকা
Make sure you enter the(*)required information