আলহামদুলিল্লাহ।মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।আমার আনাড়ি হাতের লেখা কবিতা গুলো বাংলাদেশের একমাত্র গ্ৰাম ভিত্তিক ওয়েবসাইট www.chunati.com এ সংরক্ষণ এর সৌভাগ্য হলো। যা আমি না থাকলেও দেখতে ও পড়তে পারবেন আগামী প্রজন্ম। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন।প্রিয় জন্মভূমি প্রিয় চুনতির কৃতি সন্তান গর্বিত চুনতিয়ান দুই সহোদর উদ্ভাবক www.chunati.com@Kaji Latiful Islam@Kaji Shariful Islam যেখানে গুণীজনদের লেখায় সমৃদ্ধ,সেখানে আমি অতি সাধারণ মানুষ একজন নগন্য।আলহামদুলিল্লাহ জন্ম আমার ধন্য ,জন্মেছি প্রিয় পরিবার প্রিয় গ্ৰাম প্রিয় জন্মভূমি" চুনতি" তার জন্য।আমার লেখার পেছনে যাঁদের অনুপ্রেরণা ও অবদান।পরম শ্রদ্ধেয় বড় দুই ভাই ও স্নেহের ছোট ভাই,@ Rtn Saiful Huda Siddiquee @Zahed Rahman@Abdul Halim আপনাদের স্নেহমাখা উপদেশ ও পরামর্শ লেখার ক্ষেত্রে আমাকে বেশ অনুপ্রাণিত করে। যখন যেমন দরকার পড়ে যে কোন পরামর্শে আধুনিক প্রযুক্তির কল্যাণে দু'জনকে যে কোন সময় পাশে পাই । তাছাড়া শ্রদ্ধেয় জনাব ছাইফুল হুদা ছিদ্দিকী ভাইয়ার "খেয়ালী কবি" উপাধি ও লিখতে বেশ অনুপ্রেরণা যোগায়।পরম শ্রদ্ধেয় দুজনের কাছে তার জন্য কৃতজ্ঞতার শেষ নাই।আর ছোট ভাই শিল্পী আব্দুল হালিম প্রকৃতির সাথে যাঁর মিতালী,তুমিই প্রথম দিয়েছিলে আমাদের "এনায়েত আলী উকিল বাড়ির গ্ৰুপে" কবিতা লিখতে গিয়ে দিলে খেতাব কবি। সেখান থেকেই মূলত অনুপ্রাণিত হয়ে মাঝে মাঝে লেখার চেষ্টা করি।আরো যারা সবসময় সাথে থেকে অনুপ্রেরণা যোগিয়ে যাচ্ছিলেন, @Shaheen Chunati Deputy Bari @Habib Khan @Sehely Seheli Nargis @Salam Osmani @DrKhairul Kabir আপনাদের স্নেহমাখা অনুপ্রেরণা ও দোয়া সবসময় সাথে আছে বলেই লিখতে সাহস পায় মনে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা অশেষ,আমাদের পারিবারিক গ্ৰুপের শ্রদ্ধার ও স্নেহের সকল সদস্যদের প্রতি।যেখান থেকে পেয়েছি লেখার জন্য "" ছন্দা আপা " উপাধি।@Roksana Shoma শ্রদ্ধেয়া বড় ভাবি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, শ্রদ্ধাভাজন গুণীজন ও স্নেহের সকল fb বন্ধুদের প্রতি যারা সবসময় সাথে থেকে সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রেরণা যোগান।আশা করি ইনশাআল্লাহ আগামীতে ও অব্যাহত থাকবে শ্রদ্ধা ,স্নেহ, ভালোবাসা, দোয়া আপনাদের সবার।চুনতি ডট কমের স্বীকৃতি।লেখনীর নির্মাণ শৈলীর উপর অনলাইনে ঘন্টাব্যাপী অংশগ্রহণ মূলক প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে আলোচনা অনুষ্ঠানে অজানা অনেক কিছুই জানতে ও শিখতে পেরেছি। তখন থেকেই আরো বেশি আগ্ৰহ বেড়ে গেছে লেখালেখির প্রতি। আগামীতে এমন শিক্ষামূলক প্রশিক্ষণ আয়োজনের আরো আশা করছি।বিশেষ কৃতজ্ঞতা।আমাদের প্রিয় পরিবার ও আমার পরিবারের সদস্যরা।পাশে থেকে সবসময় করে যাচ্ছেন সহযোগিতা ও দিয়ে যাচ্ছেন অনুপ্রেরণা ।@ Hasinur Rahman @Zainur Rahman
তোমাদের কাছ থেকেই শিখছি তথ্য প্রযুক্তি ব্যবহারের খুঁটিনাটি ।
Make sure you enter the(*)required information