খুব কাছে থেকে ঝাপসা,আরো কিছুটা কাছে থেকে কুয়াশা।মাঝামাঝি হলে দেখি আবছা আবছা,দূরে থেকে করি যদি চেষ্টা তবে পরিষ্কার কিছুটা।।বলতে পারো কি? কেন হয় এমনটা! চলা দায় হয়ে পড়ে যে, তোমায় ছাড়া? মাঝে মাঝে হারিয়ে যাওয়া, তোমাকে খুঁজতে দরকার আবার অন্যের সহযোগিতা॥কে তুমি? কার মাথায় দিয়েছেন এমন সুনিপুণ কারিগরি বৈজ্ঞানিক ব্যাখ্যা সৃষ্টিকর্তা? হারিয়ে গেলে খুঁজি ফিরি তোমায় অপ্রিয় হলেও প্রিয় চশমাটা! সুদৃষ্টিতে থাকাতে পরিষ্কারভাবে দেখতে তোমায় আমার সাথে জড়িয়েছেন সাথী করে সৃষ্টিকর্তার অপূর্ব সুন্দর সৃষ্টি চক্ষু দুইটা!তোমার কতো রকম আকার আকৃতি কতো ধরন বৃদ্ধি করে মানুষের চেহারার সাথে সৌন্দর্যটা। কেউ দরকারে, কেউ কেউ আবার ব্যবহার করেন কালো রোদচশমা,থেকে নিজেকে রক্ষা করতে প্রচন্ড গরমের তীব্রতা॥কারো দরকার পড়ে প্লাস, কারো কারো আবার পাওয়ার মাইনাস বয়সের তারতম্য এবং সময়ের পরিক্রমায় একেক জনের জন্য ধরন অনুযায়ী একেকটা।চাইলেও পারা যায় না একটা সময় তোমায় ছাড়া স্বাভাবিক চলাফেরা। তোমার সাথে ও আবার জড়িয়ে আছে অনেকের জীবন জীবিকা। সেটাই প্রয়োজন পড়ে তার জন্য যেটা নির্ধারিত করে দেন ডাক্তার এই বিষয়ে বিশেষজ্ঞরা। অনেকেই হয়তো আবার পরেন তাদের নিজের একান্ত ব্যক্তিগত সৌখিনতার বশে , ভ্রমনের সময় কালো চশমাটা , যাতে প্রচন্ড গরমের তীব্রতা থেকে না ওঠে মাথাব্যথা॥ ### চশমা ### খাতুন রওনক আফযা ( রুনা) ১৮/১০/২০২২
Make sure you enter the(*)required information